বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ পিয়ালী বসু




রূপকথা নয়
পিয়ালী বসু


অপেক্ষার স্থানটা এই মুহূর্তে নিশ্চিত
যদিও কালের নিয়মে পাত্র পাত্রীর বদল ঘটে
"
এই শোনো না, আজ বিকেলে বাড়ি ফাঁকা, আসবে নাকি" ?

# শরীরের বদল ঘটতে থাকে
এবং কালের নিয়মে পাত্র পাত্রীর বদলও ঘটে

# It certainly took a long time
to choose what I wanted

# অচেনা আঙুল ঘুরতে থাকে শরীরময়
কালের নিয়মে পাত্র পাত্রীরও বদল ঘটে

# Come live with me and be my love...

# জীবনটা কি পরূকথা নাকি ?
তাই বদল ঘটে পরিবেশের, সঙ্গে পরিস্থিতিরও
এবং কালের নিয়মে পাত্র পাত্রীর বদলও ঘটে

# ইচ্ছেগুলো মরতে থাকে অকালে

# And I will make beds of Roses
And a thousand fragrant posies

# স্বপ্নগুলো মরতে থাকে অকালে


# Because...Life isn't a fairy tale, My love







এবং একুশ


1 টি মন্তব্য: