শনিবার, ১ আগস্ট, ২০১৫

দেবাশিস কোনার



প্রতিবাদীর মৃত্যুতে 
দেবাশিস কোনার




দু-চারটে প্রতিবাদী মরে গেলে কি আর হবে !
প্রতিদিনই পরলোকগমন করছে হাজার কণ্ঠ
কতশত প্রতিবাদী মানুষ জামা পাল্টে ফেলছে,
অকস্মাৎ নতুন পথ চলা শুরু করছে কবি,
অভিনেতা চেনা গল্প ছেড়ে ভিড়ছে শীর্ষ-দেবীর কাছে
নগণ্য যশের প্রত্যাশায় ক্ষমতার মোহে ।
প্রতিবাদের মৃত্যুতে এতো শোক কেন ?
কেনই বা এতো হাহাকার ?
যেখানে নিত্য এদিক সেদিক হাওয়া বদল ঘটছে,
বিবেক তলিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গভীরে
সুউচ্চ অট্টালিকার ওপরে চেপে বসছে সিণ্ডিকেট রাজ
ছুরির বুকে গেঁথে যাচ্ছে হোটেল মালিকের বুক -
নারীর ইজ্জত লুট হলে বৃথা কান্না কেন ?
এসব প্যানপ্যানানি না হয় তোলা থাক তাকে ।
কটা প্রতিবাদ থমকে গেল বলে দুঃখ করো না !
দেখবে ঠিক একদিন দমকা বাতাস এসে ভেঙ্গে ফেলবে 
জলের তলে ডুবে যাওয়া অবক্র মূর্তি ।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন