রবিবার, ১ নভেম্বর, ২০১৫

মৈনাক সেনগুপ্ত


হে বন্যা, হে বন্য
মৈনাক সেনগুপ্ত



আকাশ যখন ঢাকল আমায় মাঝরা‌তে, 
চাঁ‌দের সা‌থে একলা ছিলাম বর্ষা‌তে। 
চন্দ্রজ‌ল শরীর আমার খুঁড়‌ছিল; 
জোয়ারনদী, আর সেতা‌রে সুর ছিল।
 গলছে চাঁদ, কী উত্তাপ, হায় আগুন! 
বানভা‌সি, তোর তী‌রে, শূন্যতূণ। 















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন