রবিবার, ১ নভেম্বর, ২০১৫

পিনাকী




কর্ণধার
পিনাকী



তোমার আশায় পথ চেয়ে আছি, হে কর্ণধার
রাতের পরে দিন যে আসে, তবু কাটে না আঁধার।
ঝড়ের মাঝে নৌকাখানি হয় বেসামাল, নিলাম তোমার স্মরণ
হাত দু-খানি দাও বাড়ায়ে ধরো শক্ত করে হাল, হে কর্ণধার।

মেঘের সাথে আজ মেঘের আড়ি, ঝগড়া করে দিবারাতি
মাঝে মাঝে বিদ্যুতের ঝলসানি, যেন আঁধার রাতের বাতি।
বাতাস যেমন নদীর বুকে উথাল-পাথাল ঢেউ তোলে
তেমনি তোমার অদর্শন আমার মন আকুল করে,
বৃষ্টি নামে অঝোর ধারায়, ঝড় কমে আসে
যেন ভালবাসার নরম স্পর্শে, অভিমান গলে,
শুধু থামে না ঝড়, আসে না বৃষ্টি আমার মরুভূমে
তীর্থের কাক হয়ে শুধু বসে থাকি বাতায়ন পাশে।




















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন