বুধবার, ২ মার্চ, ২০১৬

প্রণব বসুরায়



মেরুন বৃষ্টি হলে 
প্রণব বসুরায়


শব্দ, শব্দ-- ধাতব শব্দের জট
অকল্পনীয় উপায়ে হাত দীর্ঘ করে ফেলে 
সটান ধরেছে। 

মেরুন রংয়ের বৃষ্টি হবে, ছিল পূর্বাভাষ
বৃষ্টি মেরুন হলে কী কী হতে পারে
কোন অভিধানে লেখে নি তা,
গুগুল সার্চের ফলাফলও শূন্যই
আমি তাই খোলা উঠোন পছন্দ করলাম
ওখান থেকে এক জ্যামিতিক দূরত্ব তোমাকে দেখায়
তোমার বসার ভঙ্গি ভারী সুন্দর, তুমি জানো না
সেকথা আমি কক্ষণো বলিনি তোমায়

অপেক্ষায় আছি,
মেরুন বৃষ্টি হলে আজ 
হাত ধরে
চলে যাব মাধ্যাকর্ষের বাহির সীমায়...





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন