মঙ্গলবার, ৩ মে, ২০১৬

শঙ্কর দেবনাথ



মনে করো
শঙ্কর দেবনাথ



মনে করো - আমাদের ছোট্ট খাটটি
আদিগন্ত দেহ মেলে বিছানা পেতেছে -
মশারির ঘরে ঢুকে দু'চারটি
জোনাকিমন
নক্ষত্রের মত চোখ টিপে শুনাচ্ছে
আলোর গল্প -
আমি আর তুমি পাশাপাশি শুয়ে
ডুবে যাচ্ছি শুন্যের শরীরে -
মাঝখানে তোমার গর্ভে বসে
জন্মমঙ্গল পড়ছে আমাদের অনাগত
আলোক সন্তান-

মনে করো- আমরা দু'জন কোনো
নির্জন নক্ষত্রে গিয়ে শরীরের
অনদীমাতৃক ভুঁইয়ে রুয়ে দিচ্ছি
ভালবাসা-
আমাদের ঋতুময়ী প্রতিটি চুম্বনে
জন্ম নিচ্ছে
এক একটা প্রাণময়ী মহাগ্রহ -
আর তারা
ক্রমশ ছড়িয়ে যাচ্ছে মহাশুন্যে -
যদিও কৃষ্ণগুহা হা করে রয়েছে
তবু সঞ্জীবনী বীজমন্ত্রে
ভরে দিচ্ছে শব্দহীন চরাচর -
আর তুমি আমার হাতের মধ্যে
সংগোপন সুখে এঁকে রাখছো
চরিতার্থ মাতৃত্বের চিরন্তন
বর্ণমালা---

মনে করো- তোমার বুকের মধ্যে
ক্রমাগত বেড়ে উঠছে
আমাদের নাক্ষত্রিক ভালবাসা -
আর আমার চোখের প্রান্তরে
জেগে উঠছে সীমাহীনা
তোমার আকাশ---

মনে করো- প্রেমার্ত বাতাস মেখে
আমাদের একক জীবন
মহাজাগতিক যৌথজীবনে
হেঁটে যাচ্ছে অনন্তপ্রসারী পথে---

মনে করো---





































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন