মঙ্গলবার, ৩ মে, ২০১৬

শঙ্কর বন্দ্যোপাধ্যায়



একটি পারিবারিক গান
শঙ্কর বন্দ্যোপাধ্যায়



পরিবার মানে তোমার আমার স্বপ্নের গাঁটছড়া
পরিবার মানে আকাশের নীচে একসাথে বাস করা
পরিবার মানে দেওয়ালে উঠোনে তীব্র গেরস্থালী
পরিবার মানে মাস পুরোবার আগেই ভাঁড়ার খালি
পরিবার মানে থালাতে বাটিতে ঠুং-ঠাং কলরব
পরিবার মানে শুধু দুজনের নিজস্ব বৈভব
পরিবার মানে হাতে হাত রেখে আস্থার বীজ বোনা
পরিবার মানে ভাত তরকারি, এবং কখনও লোনা
পরিবার মানে আগুন শরীরে প্রজন্ম বয়ে যাওয়া
পরিবার মানে উত্তাল ঢেউয়ে সীমাহীন তরি বাওয়া
পরিবার মানে দুমুঠো অন্ন ছেলে-মেয়েদের মুখে
পরিবার মানে গোপনে গোপনে সব ভালবাসা বুকে
পরিবার মানে টানাপড়েনের নিত্য ঝামেলাঝাটি
পরিবার মানে বাবুইয়ের নীড় শান্তিতে পরিপাটি
পরিবার মানে মন কষাকষি, পরিবার মানে সন্ধি
পরিবার মানে পারিজাত ফুল হিয়ার মাঝারে বন্দী
পরিবার মানে দিনগুজরান দোলাচলে অবহেলে
পরিবার মানে যেখানে নিদাঘে আঁচলের ছায়া মেলে
পরিবার মানে বন্ধুতা ভরা আতুরে কাতরে নির্ভর
পরিবার মানে ফাগুনের গান, বৃষ্টির নাচ ঝরঝর
পরিবার মানে বহুজন ভিড়ে একান্ত বাসভূমি


পরিবার মানে আমি যে তোমার, এবং আমার তুমি ।











































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন