বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

চয়ন

ভিখারী
চয়ন




আমাকে একটা বাঁশি দেবে কেউ?
ফুটপাথে ফুটপাথে দৌড়ে দৌড়ে
গায়ে ধুলো মেখে
তোমাদের হাঁটু জড়িয়ে হাত
বাড়াচ্ছি আমি।

দেবে একটা বাঁশি?

সেই বাঁশি যেই আমি ওষ্ঠে ছোঁয়াবো
আমার ফুসফুসের রক্ত
সূর্যের মুখে কালি লেপে দেবে।

আমার লজ্জার রঙে লাল হবে
পূর্বী গোধূলি।

গলা চিরে উঠে আসা ঘেন্নার দলা
পথ ঘাট মাঠ সব
কাদায় ভরাবে।

মেঘের ওপর বসে বাঁশিটা বাজালে
আমার ঘামের গন্ধ ইলশেগুঁড়িতে
নেমে এসে , অসুখ বিকেলে
চামড়ায় শ্বেতী ধরা শহর ভেজাবে।

দাও না গো বাঁশিটা .....

আমার খণ্ড দেহ ভূমিতে ছড়িয়ে
চারহাজার পীঠস্থান সৃষ্টি হয়েছে

এবার আমার চাই ঘন কালো বাঁশি।।





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন