বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

পরিতোষ মাহাতো



নির্জন সন্ধ্যা
পরিতোষ মাহাতো



পড়ন্ত বিকেল,মৃদুমন্দ বাতাস
পাড়ে আছড়ে পড়ছে ঢেউ
আনন্দে অন্তহারা ঘরে ফেরা পাখিরা
পশ্চিম আকাশটা সেজেছে নানা রঙে
জেলেরা ফিরে আসছে মাছ ধরে
কয়েকটা রমণী গুঞ্জন করতে করতে মিলিয়ে গেল
গোধুলির সাথে.......
এই রমনীদের মধ্যে ছিলেনা তুমি
তবুও এক পলক দেখার ব্যর্থ প্রচেষ্টা

সন্ধ্যা নামছে,
আধখানা চাঁদের রুপালি আলো এসে পড়েছে জলের উপর
সাদা মেঘেরা ভেসে যাচ্ছে দূর দিগন্তে
চারিদিকে প্রকৃতি তার রূপ
নিজের মতো ছড়িয়েছে
রাস্তার দুধারে গাছের স্রোত
সরু ডালের ভিতর ছোট্ট টুনটুনির সংসার
লোকালয়ের কোলাহলের সমতুল্য
নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তাটা
এই নিস্তব্ধতা দেখনি তুমি
শোননি শূন্য হৃদয়ের আর্তনাদ,,
সবই খুঁজে পাই আমি এই নির্জন সন্ধ্যার আঁধারে।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন