রবিবার, ১ মার্চ, ২০১৫

বলাকা দত্ত



তীব্রভাবে বেঁচে আছি
বলাকা দত্ত


অামি সাবিনা, তিরিশটি পলাশের তোপধ্বনি দেগে
অকাতরে পৃথিবীকে দিয়েছি সাতটি সন্তান
রক্তাল্প শরীর ছেঁচে করিয়েছি স্তন্যপান
তীব্রভাবে বেঁচে অাছি, অামি যে মা।

মৃত মনের শরীরী অাকর্ষনে অামি মূল্যবান
মিটিয়েছি ক্ষুধার সকল চাহিদা
প্রতিটি রাত্রে স্বামীর সোহাগে ধর্ষণের উদযাপন
তীব্রভাবে বেঁচে অাছি, অামি যে অর্ধাঙ্গিনী।

অাঁচলে চাবি বেঁধে নিরন্ন সংসারে কান্ডারী অামি
হাঁটুজলে দিনভর মীন খুঁজে চলি
সন্তানের মুখে শাকপাতা তুলে সচল রাখি মদের যোগান
তীব্রভাবে বেঁচে অাছি, অামি যে অন্নপূর্ণা।




এবং একুশ

1 টি মন্তব্য: