বুধবার, ১ জুলাই, ২০১৫

ইন্দ্রাণী সরকার

বৃষ্টি
ইন্দ্রাণী সরকার



বৃষ্টি নামে চোখে, ঠোঁটে
পরতে পরতে বক্ষ হতে
বাহুমূলে
নাভিতে গিয়ে জন্ম নেয়
একটা ছোট্ট দিঘী
বড় শান্ত টলমলে জল
আমি দুচোখ ধুয়ে নিই
সমস্ত ক্লেদ মুছে যায়
কি করে বোঝাই
কি করে বলি
সে না এলে ভোরের আলো
ফোটে কি ফোটে না
ফুলেরা লুকিয়ে রাখে মুখ
তার জল জ্যোত্স্না ছুঁয়ে
ভোরের আলোতে মিশে যায়










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন