বুধবার, ১ জুলাই, ২০১৫

অনুপম দাশ শর্মা

বরং তুলো হও...
অনুপম দাশ শর্মা





আ্যতো মায়ায় ঢেকে থেকো না যাতে তোমার ছায়া
ধেয়ে আসা শুভেচ্ছার আলো'দের
মিশিয়ে দেয় ধুলোয়
অহংকার থাকুক কালির দোয়াতে
যেখানে অনবরত ঘটে চলে ক্ষিপ্ত মনের সাফাই পর্ব

এক একটা শব্দে মাথা তোলে
ষড়রিপুর প্রতিষেধক, নজর ফেলে
সম্মতি দিও প্রত্যেক স্বাধীন মতকে

ফি-বছর দেওয়ালিতে দেখো না
মোমবাতির বিসর্জন?
বরং এবার গলতে শেখো
ঝর্ণার মতো, বৃষ্টির মতো, অজস্র ফুল-পাপড়ির মতো

একদিন ঠিক দেখব....
রোদ্দুরের গায়ে লেগে থাকা আমিত্বের খোসা
ক্রমশ ঝুরঝুর করে খসে পড়ছে
তখন তুমি শরতের তুলো হয়ে গেছো















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন