শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

মাহমুদ পারভেজ




ভয়ঙ্কর অন্ধকারের রাত
মাহমুদ পারভেজ




এক ভয়ঙ্কর অন্ধকারের রাত্তির এসেছে নেমে, ঠিক পৃথিবীর বুক বরাবার;
ঘন কালো বিড়ালের লোমের মতোন,
ছাইয়ের চেয়ে আরো ছাইরঙা কালো।
অমাবস্যাপীড়িত আকাশ আজকের,
তার নীচে নীচু জাতহীন এক আঁধারের রাত পেঁচার ঠোঁটের ভাঁজে
বয়ে এনেছে বিষাদ-কালো বিদঘুটে।
সেই বিষাদের চাদরে আমার শরীর মুড়িয়ে
আমি চলে যাচ্ছি পথভুলো কুকুরের ডাক অনুসরণ করতে করতে চোরাগলির পথ ধরে,
অথচ এপথ আমার যে নয় জানি আমি,
তবুও বিষাদ আমাকে চলেছে টেনে এদিকেই।
আমি কেমন মূর্খের মতন চলেই যাচ্ছি দ্যাখো!
দ্যাখো, আর বুঝি ফেরা হবে না আমার....






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন