শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

মিজান ভূইয়া


ডানার জল 
মিজান ভূইয়া


আমার দুপুরগুলো
তোমার গহনাগুলোর মতোই
হৃদয়ে পোষে, সময়, মহাদেশ,
কাঠবিড়ালী।
কিন্তু দু'জনের পার্থক্য জানতে
গিয়ে শুনতে পাই,
কানের কাছে কথা বলে
সাদাকালো পৃথিবী। মুহুর্তেই
আমি পাখি হয়ে যাই, মেঘের ভিতর উড়ি…ঝড় হয়, আমার ডানার জল
সীমান্তের দিকে ঝরে…!
তখন একই বাতাসে
তোমার গহনা, কাছাকাছি পাতায়
আমার দুপুর… টের পাই,
দু'জনের বিছানা ডুবে যায় শীতে।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন