শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

শান্তনু দাশ



বনপলাশী
শান্তনু দাশ



এখন শহর কৃষ্ণচূড়া
বনপলাশী গন্ধে

উজান এলো শাখায় শাখায় !
পর্ণমোচী সন্ধে

শরীর জুড়ে নরম আলো
বেহিসেবী জ্যোৎস্না

বুকের ভেতর গোপন ছোঁয়াচ
উতল কেন হোস না?

নিষেধ নদী পার হয়ে যাই
শুনতে পেলে ডাক

স্রোতের উপর হিমেল তুফান
জল যে পুড়ে খাক

কোথায় থাকে এতো আগুন
কোথায় থাকে জল?

সারাটা দিন ছলাৎ ছলাৎ
লক্ষে অবিচল!

নদী বলতে বালিকা গাছ
বাসন্তী রঙ শাড়ি,

ডাক পাঠালে শেষ বিকেলে
ভালবাসতে পারি !








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন