শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

স্বপন দেব

স্বপ্নসহচরী
স্বপন দেব



ঘুম আসুক, ঘুম...
রাত তিনটেয় মোরগ ডাকছে…… 
ভেসে যাওয়া পূর্ণিমার জ্যোৎস্নায়
ব্যালকনীতে ঠায় দাঁড়িয়ে
মধ্যরাত্রি থেকে এক মেয়ে
ওর ঘুম আসছেনা…...
নিস্তব্ধ রাত্রি, সমস্ত শহর 
হারিয়ে গেছে প্রগাঢ় নিদ্রায় 
ধু-ধু রাজপথে 
একটি পাখিও ডাকেনা, 
শুধু মেয়েটির ঘুম আসছেনা…… 
ওর হৃদস্পন্দনে বীজমন্ত্র দাও কলকাতা
ওকে স্বপ্ন দাও, বহুদিন স্বপ্ন দেখেনি সে 
ওর প্রাণে দাও দিন-যাপনের দুঃসাহস
টায়রার মত সিঁথিতে ঝুলিয়ে দাও 
মুগ্ধতার কবচকুণ্ডলী 
ওকে অরুন্ধতী নক্ষত্র দেখাও 
ভিক্টোরিয়া মেমোরিয়ালের রাতপরি 
ছায়াপথ ছুঁয়ে যাক ওর আঁখি-পল্লব 
ঘুম আসুক…ঘুম…স্বপ্ন-সহচরীর 
অনিদ্র নয়নে।







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন