শুক্রবার, ১ জুলাই, ২০১৬

গোপেশ দে



ছেলেটা খুব ভুল বুঝেছে

গোপেশ দে



ছেলেটা খুব ভুল বুঝেছে

পাহাড় ভাঙছে একলা হাতে

সবুজ নরম মনের ভেতর বারুদ পোড়া ছাই

সূর্য হাতে খাচ্ছে বসে আগুনপোড়া চাঁদ

স্বপ্নমাঝে দেখে তাকে

হাসছে শিউলিফুলের মত

ঐ মেয়েটি ঐ মেয়েটি

দেয়ালে তার পিঠ ঠেকেছে

হাতখানা তার রক্ত জমাট

দেয়ালখানা ঘুষির বাহন

বুকের পাজর দুখের সলতেখানি

ব্যালকনিতে দাঁড়ায় যখন

মধ্যরাতে গ্রীলটা ঠেসে

পরিষ্কার ঐ রাতের আকাশ

ছুটছে তারা সপ্তর্ষিরা

চাঁদের হাসি ভেঙেছে বাঁধ

তবু বুকে জমাট ক্ষত

চাঁদটা বুঝি ডুবেই গেল

একলা হয়ে থাকাটা বেশ

মাঠের পড়ে তালগাছটা ও

বড্ড একা বড্ড একা

ছেলেটা খুব ভুল বুঝেছে

পাহাড় ভাঙছে একলা হাতে




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন