শুক্রবার, ১ জুলাই, ২০১৬

সঙ্গীতা দাশগুপ্ত রায়






পরকীয়া

সঙ্গীতা দাশগুপ্ত রায়



তুই চাঁদের ঘরে থাকিস
পেঁজা মেঘেতে মুখ ঢাকিস
সুযোগ একটু আধটু চাখিস...
তাতেই নেশার ঘরে বেশ


আমি হাঁটছি এক পা-দু পা,
সব রুস্তমই তো ছুপা
জেনে হাসিমুখে লুকোই
ছেঁড়া আঁচলে সব ক্লেশ


যেদিন তোর দোরে বৈশাখী-
ঝড়ে আছড়ে পড়বে পাখে
তুই মেলবি অলস আঁখি,
হাত ছোঁয়াবি তার ঠোঁটে


সে ঠোঁট তেষ্টা মেখে ফাটা
চাঁদের খিড়কি দুয়ার আঁটা
অতঃ প্রেম যমুনায় ভাঁটা-
তবু জাগন জোয়ার ওঠে


কোথায় শান্তি দু এক কুচি
খুঁজে ঠুকছি মাথা, বুঝি
তুইও ঘরকুনো অবুঝই,
তবু সামলাতে চাস টুক্


বঁধু তোকেই চিনে নিতে
ঘুরে মরছি অতর্কিতে
ফিরে আদর পেয়ালায়
দিচ্ছি বিষাক্ত চুমুক‌ ...













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন