মঙ্গলবার, ৩ মে, ২০১৬

সঞ্জীব রায় ব্যানার্জী



কুরুক্ষেত্র
সঞ্জীব রায় ব্যানার্জী



গান্ডীবের ছিলাটা পটাং করে ছিঁড়ে গেলে
আমি সটান অর্জুন থেকে কর্ণ হয়ে যাবো;
আর রথের চাকায় টান মেরে
ধরনীকেও সরিয়ে আনবো দু-কদম।
সবাই তো সব্যসাচী অর্জুন হতে চায়,
আমি কর্ণ।
কবচকুন্ডল তোমার হাতে তুলে দিয়েছি,
অভিশপ্ত জীবনের বোঝা টেনে টেনে
পরাজিত মহাবীর হয়ে আছি আজ।
জন্ম থেকে হার দেখতে দেখতে
আজ ক্লান্ত কর্ণ কৌরব সেনাপতি।
সেনাপতি?
জীবনের শেষদিনে সেনাপতি!
নিয়তির হাতে বন্দী।
অদৃষ্টের বাঁধা গতে
আমি ক্লান্তির দ্বীপশিখা;
ভুলপথের ভালোবাসায় রিক্ত, নি:স্ব।
সহায়সম্বলহীন এক ব্যর্থ প্রেমিক।
হায় কর্ণ!
আমার একমাত্র আদর্শ চরিত্র।
দেবতার অনুগ্রহে পালিত নই আমি।





































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন