একলা আজ পয়লা মে
শর্মিষ্ঠা নাহা
গগনভেদী আর্তনাদ,
বজ্রমন্দ্রে
বলল 'হে'-
"পুঁজিবাদ
নিপাত যাক;
শ্রমিক দামী
শ্রমের চেয়ে।
নিজের ন্যায্য
অধিকার,
মজদুর, তুই
ছিনিয়ে নে।"
রক্তনদী
বইয়ে এক
বলল, কিন্তু
শুনল কে?
বাজার জুড়ে
হাতছানি-
হাজার লোভ:
'চাই গো, চাই'
রক্ত, ঘাম,
নাইকো দাম:
রাত্রদিন
খাটছি তাই।
বিশ্বময়
আজ যে বয়
দীর্ঘশ্বাস-
লক্ষ বুক
কিনল যে
ঈর্ষা, দ্বেষ ;
মিলল না
শান্তি-সুখ।
তবুও হায়,
সবাই চায়
শিকল-
স্বাধীনতার চে'
ভোগের নেশা,
সবাই বুঁদ-
একলা আজ
পয়লা মে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন