লিখতে
পারিনা বিরহের ভাষাগুলো
সঞ্জীব দে
সঞ্জীব দে
খুব
একটা লিখতে পারিনা বিরহের
ভাষাগুলো
যখন বাগিচার কলি ফুটে ফুল হবে
ঠিক সেই সময়েই
কালবৈশাখি এসে হানা দিলে
প্রেমের পাপড়ি ঝরে গেলো অবশেষে ...
..........
তারপর বহু পথ বহু দুঃখকে ঘেঁটে ঘুঁটে করে
রোদ্রতাপে শক্ত করেছি এই হৃদয় পাহাড় ।
..........
খুব একটা বিরহের গান
গাইতে পারিনা বলেই
ভালোবাসাটুকু আজো অধরাই
থেকে গেলো
জীবন সন্দিহানে ...
তবুও ভালোবাসি বলেই
এখনো মাঝেমাঝে দুএকটা কবিতা লিখি
আর নিজেকে একটুখানি হলেও
অশ্রুমুক্ত চোখেতে জেগেজেগে স্বপ্ন
দেখি ।
ভাষাগুলো
যখন বাগিচার কলি ফুটে ফুল হবে
ঠিক সেই সময়েই
কালবৈশাখি এসে হানা দিলে
প্রেমের পাপড়ি ঝরে গেলো অবশেষে ...
..........
তারপর বহু পথ বহু দুঃখকে ঘেঁটে ঘুঁটে করে
রোদ্রতাপে শক্ত করেছি এই হৃদয় পাহাড় ।
..........
খুব একটা বিরহের গান
গাইতে পারিনা বলেই
ভালোবাসাটুকু আজো অধরাই
থেকে গেলো
জীবন সন্দিহানে ...
তবুও ভালোবাসি বলেই
এখনো মাঝেমাঝে দুএকটা কবিতা লিখি
আর নিজেকে একটুখানি হলেও
অশ্রুমুক্ত চোখেতে জেগেজেগে স্বপ্ন
দেখি ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন