সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

সব্যসাচী


তোর জন্যসব্যসাচী

তোর জন্য করতে পারি ভাবের ঘরে চুরি
তোর জন্যই আমার অনেক মিথ্যে জারিজুরি
তোর জন্যই হৃদয় আমার কৃষ্ণচূড়া ফুল
তোর জন্যই সত্যি ভেবে ভুলের পরে ভুল

তোর জন্যই আমার আকাশ মন কেমনে ভরা
তোর জন্যই গন্ধ ছড়ায় বকুল পাগল করা
তোর জন্যই পদ্মপাতায় জলের হীরকদ্যুতি
তোর জন্যই লাখ ক্ষতিতেও জলকেলিতে মাতি
তোর জন্যই চক্ষে ঝরে অকাল শ্রাবণধারা
তোর জন্যই এ মন আবার নদী বাঁধনহারা
তোর জন্যই ফুটছে বুকে বৃষ্টিস্নাত জুঁই
সব ভুলই তোর আমার কাছে আজও যথাযথই।


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন