মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

অরুণিমা মন্ডল দাস






জবাব
অরুণিমা মন্ডল দাস



পার্ক স্ট্রীট চত্বরের রেস্তোরাঁ গুলিতে
গলা কাটা খাসি, পাঁঠা, সদ্য ঘাস খেয়ে আসা বাছুরটা ঝুলছে!??
মশারি পরিহিত আধুনিক রমনী আর উরু আর পশ্চাৎদেশের ঠিক নিম্নভাগে ছিদ্র করা জিন্সের প্যান্ট পরিহিত মডার্ণ ভদ্রলোক নাকে রুমাল চাপা দিয়ে হাঁটছেন !!!??
আঁকা বাঁকা চলাফেরা, উদ্ধত শিক্ষিত চাউনিতে রাস্তার ধুলোবালি ভয়ে সন্ত্রস্ত!!!
গলাকাটা বাছুরটা কিছু বলতে চাইছে!!!
মনে মনে ক্ষুব্ধ হয়ে সমাজকে ধিক্কার দিচ্ছে!!
দাম্ভিক হিন্দুত্বের পাষাণ ছাতিতে তীর বর্ষনের মত প্রশ্ন ঠুকে দিচ্ছে!
আর নিজেই আঘাতে জর্জরিত হয়ে পড়ছে!!
আমি মাদার টেরিজা হতে চাই /
কাদম্বিনী হতে ,চাই ইন্দিরা গান্ধী হতে চাই/
সনিয়া গান্ধী হতে চাই ,কামিনী রায় হতে চাই ,বেগম রোকেয়া হতে চাই ,পি টি উষা হতে চাই/
মন্তব্যে পড়ে চমৎকার আর ফুলের মালার ছবি!!!!
যদি বলি ভাগ্যের পরিহাসে পুরুষসমাজের প্রোলোভনের স্বীকারে জর্জরিত বিতর্কিত লেখিকা তশলিমা হতে চাই !
বলিউডের সানি লিওনে, টলিউডের পাউলি দাম!
মন্তব্যে ঠাসা হয় গালির ফুলঝুরি, বিকিনি, যৌনাঙ্গের ছবি, কুৎসিত ছবির সংগে কুৎসিত গালাগাল!???
#
আমরা সংকীর্ণমনা ভারতবাসী কবে প্রকৃত মানুষ হব!!!
বহিরঙ্গের চপলতা না দেখে অন্তরঙ্গের সুমিষ্টতা গ্রহণ করতে শিখব!!
স্যুট বুট পরা ভিখারীদের অনুকরণ করে, গান্ধীগিরি অনুসরণ করে, কতদিন রাস্তার ধারে ভিখারীদের লাইন বাড়াব!!!
যে দেশে অর্ধেক মানুষ ঠিকমতো খেতে পায় না সে দেশে নির্মল ভারত কি করে হয়!!!!!
#
পেটের দায়ে হাড়ভাঙ্গা খাটুনির পর বাড়ি ফেরে টেলিভিশনের পর্দায় ১৩বছরের মেয়ের ধর্ষণের খবর দেখায়!!
তখন ঠিক কি মনে হয়/
বিধানসভায় শিক্ষিত নেতা নেত্রীদের বক্তৃতার হাত পিঠ চাপড়ানি ,লাঠালাঠি, চেয়ার টেবিল ভাঙ্গা দেখলে ঠিক কি মনে হয়!
ছেলের এস স সি প্রাইমারী রেজাল্টের আগেই হাইকোর্ট
মেয়ের প্রেমিকের মা সোনার বিছে পণ চাইল!?
ভাই মহাপুরুষ ইঞ্জিনীয়ার বশিনী র লেজ ধরে ঘরজামাই!!???
বাবা মা জঞ্জাল রূপ বৃদ্ধাশ্রমে পড়ে!!
ইঞ্জিনীয়ার ভাই মাঝেমধ্যে পাঁচ দশটাকার অমৃতবৃষ্টি করুণার ঝুলিতে ঘটান!!!??
#
বলতে পারো সমাজের সুস্থতা কোথায়!!??
বড়রা ছোট কে
ছোট রা তার ও ছোটকে
ম্যাৎসান্যায় পক্রিয়ার মত অভিযোজিত হচ্ছে!!??
জটিল পরিস্থিতি তে বড় মাছ যেমন ছোটো মাছকে উদরস্থ করে/
তেমনি স্বার্থপর বড়লোকেরা চুনোপুঁটি গরিবদের যাঁতাকলে পিষে খাচ্ছে!??
#
ধানের জমির মিষ্টতা হারাচ্ছে কীটনাশকের প্রখর তিক্ততায়!
ঢাকার মসলিন কেটেকুটে রুমাল টপ আর সর্টকার্ট ড্রেস তে পরিনত হচ্ছে!?
#
রাজনৈতিক মিছিলদের জবাব চাই 
চিৎকার/
ঠিক কিসের জবাব আর কিসের জন্য/ ব্রিগেডে জমজমাট ভাষণ 
দোষারোপের কেচ্ছা আর মহিলা নির্যাতনের আগাম ভর্তুকি!!??
#
পঁাচ বছরের বাচ্চা বুঝতে পারে না 
সে ঠিক কোন দলে যাবে!
কোন জিন্দাবাদে নাম লেখাবে!!
#
একজন ভালো অভিনেতা 
একটা ভালো ছবি তেই মনে দাগ কাটে!!
একজন লেখক যত ভালোই লিখুক না কেন/
ষ্পট বয় ,ওয়েটার দের মত বড়বাবু আর বাবুনী দের হাত পা ঘসেঘষে দিন কাটাতে
হয়!!??
যতক্ষণ না সম্পাদকদের চোখ আর কান না খোলে!!
অনেকের চোখটা খোলা থাকে/
কানটা বিড়ি সিগারেটের ধোঁয়ায় বন্ধ থাকে/
অনেকের কানটা খোলা থাকে /
কিন্তু চোখটা নতুনদের পান্ডুলিপি দেখলে খচখচ্ করে ওঠে /
সিবিআই জেরা করে রবীন্দ্রনাথ আর শক্তি চট্টোপাধ্যায়ের পিতামহ হয়ে ওঠেন!!????
#
সাইকেলে বাইকে ঘুরে ঘুরে আন্দোলন ঠিক করতে পারি না/
লাঠি মেরে মাথা ফাটিয়ে আন্দোলন করতে পারি না/
গনপিটুনি গনধর্ষণ করে আন্দোলন করা যায় না/
মিডিয়ার বৈঠকখানায় দামী চা, বিস্কুট খেয়ে তর্ক করে টেবিল ফাটিয়েও আন্দোলন হয় না/
#
কিন্তু
বাচ্চা ছেলেকে চায়ের দোকানে বেদম প্রহার করলে কষ্ট হয়/
ভিখারীদের চিৎকার ,মূর্খামি ,অন্ধত্বের হাহাকার দেখলে কষ্ট হয়/
গরিবের মুখের খাওয়ার কেড়ে নিয়ে
মন্ত্রীদের সুইস ব্যাঙ্কে টাকার পাহাড় 
দেখলে কষ্ট হয়/
প্রধানমন্ত্রীর ভাষণে দেশের মন্ত্রীদের নিন্দা উপহাস বিদেশের
মাটিতে গিয়ে করলে খুবই কষ্ট হয়/
#
হিন্দু মুসলিম ভাই ভাই/
পিছনে উসকানি আর 
হাই ভোল্টেজের কারেন্ট শক
বিনিময় করছে তাই!?
#
ক্ষমতা থাকলে ভাই ভাই !
না হলে গনধোলাই দিয়ে
গর্তে কবর দিয়ে ভজন কীর্তণ গাই!?
#
টিকটিক আর ঝিঁ ঝিঁ পোকার ডাক
শুনে বেঁচে আছি তাই!
হাত পা বাঁধা পাবলিক
আমরা/
বেঁচে থেকেও মড়ার মত বাঁচি ভাই!!???



















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন