চাহিদা…
স্বপন দেব
চাহিদার কোন শেষ নেই যেন...
মনের উইশ-লিস্ট এ প্রতিদিন
জমা হচ্ছে কি কি পেতে চাই এখনো।
মেঘ হয়ে ছুঁয়ে যেতে চাই পৃথিবীর
হর্ষিত ললাট, ছায়াহীন মাতাল মাঠে
তোমার হাত ধরে হেঁটে যেতে চাই…
আমাদের অনাগত সন্তানের বুকে
বিপ্লবের বীজ পুঁতে দিয়ে যেতে চাই।
শব্দের গ্রন্থি খুলে বেহাগে সেতার বাজাই।
ফেরারী বাজের মত হানা দিতে চাই
কবিতার রহস্য শরীরে। বিহ্বল আকাশে
কাটা ঘুঁড়ি হয়ে ভেসে যেতে চাই আর এবং ,
I want to keep my tongue young !!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন