মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ইন্দ্রনীল ভাদুড়ী





তুমি
ইন্দ্রনীল ভাদুড়ী



এক মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে 
উদাসী বাউলের গান কানে ভেসে এল 
ভোলা মন উঠল নেচে মাতাল করা সুরে 
অজানা ভালবাসা , সুগভীর প্রেমের রেষ গেল ছড়িয়ে 
বৈরাগী ভবঘুরে এই মনে 
আর দূর দিগন্তের সীমানায় 
যেখানে নীলাভ আকাশ ছুঁয়েছে সোনালি জমি 
সেখানে দৌড়ে চলে যেতে ডাক দিল প্রাণ । 
তীব্র গতিতে ছুটে যেতে যেতে 
ঝোড়ো বাতাসের চেয়েও জোরে 
বিষাক্ত ভাবনাকে পিছনে ফেলে 
চরম একাকিত্যের সাথে লড়ে 
খুঁজে পাওয়ার চেষ্টা করলাম সেই তোমাকে ... 
আল পথের বাঁকে দাঁড়িয়ে 
এলচুলে মাথা ভরিয়ে 
মিষ্টি হাসির মোহ ছড়িয়ে 
তাকালে, আমার চোখের দিকে ।। 
আর প্রশ্ন করে উঠলে – 
‘ ভাল আছো তুমি?’ 
নিমেষে চারিদিক হল কৃষ্ণবর্ণ ... নিবিড় আঁধারে 
মেঘের গর্জন ভরিয়ে সজোরে 
বিদ্যুতের রূপোলী রঙে গগন গেল ভরে 
শীতল বারিধারা নামলো অঝোরে ...। 
বৃষ্টির তোড়ে সিক্ত তুমি,আমি আর দুটি আত্মা ... 
ভিজতে ভিজতে একদৃষ্টে চেয়ে প্রস্ফুটিত 
অন্তরের লুকোনো বার্তা অস্ফুট উচ্চারণে ... 
‘তোমারই পথ চেয়ে ছিলাম আমি 
কয়েকটি বৃষ্টির কণা উপহার দেবো বলে ‘










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন