ইডিয়েট - দুটো
তন্ময় বসু
শুভ এক সকালে
কোন পাখীর যদি ঘুম না ভাঙে
সব ফুল যদি আদালতে যায় এজাহার দিতে
হরিণের সারি যদি কুচকাওয়াজ করে প্রাসাদ অভিমুখে
যত মৌমাছি আর পিঁপড়েরা শ্লোগান তোলে তোমায় ঘিরে
শত শত ভীমরুল গান্ধীঘাটে হুল কামিয়ে কৌপিন পড়ে
শকুন শেয়ালরা হ্যবিষান্ন খেযে মুখশুদ্ধি চায়
ঋতুমতী কুকুরীর ফি চায় কুকুরের দল
শুকনো পাতা হরিনাম গায়
খসে পড়ার মুহুর্তে -
মুরগীর ঠ্যাং
গেরস্থ ব্যাঙ
বেজে ওঠে খোল
হরিবোল হরিবোল।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন