সংক্ষিপ্ত
সপ্তর্ষি মাজি
একসাথে পথচলার বিকল্প যে পথচলাই
তা বোধহয় তোর আমার থেকে বেশী কেউ বোঝে না।
নখ আর নখরের পার্থক্য?
সে তো শুধু অনুভবে,
তোকে ভালোবেসে তাও বুঝিনি আমি কোনোদিন।
আজ আর কী শুনতে চাস পরিনীতা?
তোকে দেওয়ার মতো তেমন কিছুই তো আর নেই।
পড়ে আছে শুধু কিছু মান-অভিমান,
মুহূর্তের ভুল আর কিছু, আগু-পিছুটান।।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন