চুপকথা
দীপঙ্কর বেরা
মৌমি টিউশন পড়ে ফেরার সময় আহিতকে অনেকদিন দাঁড়িয়ে থাকতে দেখেছে। মোবাইলে
খুটখুট করে আর আড়চোখে তাকায়। অনেকেই বিশেষ করে ছেলেরা মৌমিকে ঘিরে থাকে।
কথা বলতে চায়। মৌমিও উপভোগ করে। কিন্তু আহিতের না-বলা
সৌন্দর্য্য-গুনগুনের মাঝে একটু বেশি ভাবায়।
পুজানকে একবার জিজ্ঞেস করে - ছেলেটা কে রে?
মৌমি জিজ্ঞেস করেছে তাই পুজানের সাথে অনেকেই বেশি সতর্ক স্মার্ট হয়ে পড়ল
- ও! ও আমাদেরই ক্লাসে ভারতীতে পড়ে। এই স্যারের ক'বার খোঁজ নিয়েছে।
কিন্তু পড়তে আসেনি।
মাস দুয়েকের মধ্যে মৌমি দেখে স্যারের ক্লাসে। ফেরার সময়ও পাশে এলনা।
কিন্তু আড়চোখ সতর্ক। মৌমিকে নিয়ে কিছু বলে বা জানতে চায় তাও কারো. কাছে
শোনেনি।
না-বলা সইতে না পেরে মৌমি সামনে দাঁড়াল - এভাবে এত চুপকথা কেন? সোজা
এগিয়ে এসে আমার হাত ধর।
তারপর কথায় শুধু কথা আর কথা।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন