আলোকবর্তিকা
মধুসূদন রায়
বুকের মধ্যে নিশ্চল রসিক বাজনাদার
ঝলসানো হাত ধরে নৌকোর দাঁড়ের শব্দ শোনায়
রক্তের স্রোত বয়ে চলে স্মৃতির শহর পেরিয়ে
নির্বাক কুয়াশার কিনারায় –
#
ব্যক্তিগত শব্দরা অনুরণন মানে না
স্রোতের গভীরে ধাক্কা মারে অগভীর
কথোপকথন, পায়ের তলায় রাধাচূড়া,
পঞ্চমীর চাঁদ সরে গেলে ছলছল হয়
হলুদ জাফরানি চোখ
#
ধুয়ে যাচ্ছে সমস্ত স্বপ্নবীজ
কৈশোর ফিরছে গেরুয়ারাঙা রাস্তায়
প্রথম গোলাপের নির্জন ছাতিমতলা
#
তোমাকে ছিন্ন করল যে রাতের তারা
তাকে অতর্কিতে ভালবাসা দিও
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন