সোমবার, ১ আগস্ট, ২০১৬

প্রেমেন্দু মিশ্র




যন্ত্রণার মাথায় রত্নরা নাচে
প্রেমেন্দু মিশ্র



যন্ত্রণার মাথায় রত্নরা নাচে।
শূন্যতার পরে যদি কিছু থাকে খেলা।
এই সেই খেলা।
সেরার সেরা।

পাখিকে গোলাম হতে দেখেছি।
দেখেছি পায়ের মাটি কেমন গায়েব -
কংক্রিট।
দুই গোলার্ধ ভয়ে কাঁপে।
বিপদে যে ভাবে বুক কাঁপে আমাদের।

একরাশ দুঃখ, জ্বালা, ভুক, গরিবী নিয়ে নাচে দেহ।
জ্বালাময় দেহ।
অজ্ঞানতার দেহ।
তারা কাঁদে, বুক চাপড়ায়।
চোখ ভরে যায় জলে।
শোষণ, পীড়নের সময় -
ঠিক তখনই বিপরীতে রত্ন দেহ স্মিত হাসি দেয়।
ছোটায় জ্ঞানের বুলি।
যন্ত্রণায় তখন কাঁদে অভাবের দেহ,
তাচ্ছিল্যে, অযত্নে।












এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন