পৌঁছে যাবে, আমি
মানুষের কাছে
বেলায়েত মাছুম
বেলায়েত মাছুম
ঘুরতেই থাকি চক্র হয়ে,
অহিংসার আগুন নিয়ে নিজেদের
ভেতর। বারুদ যেমন জানেনা তার আপন শরীর, আমরাও
জ্বলে উঠি জলের স্বাদে। আমাদের ঘ্রাণে ঘুম ভাঙ্গে শহরে।
ঘুম জাগে পাখিদের পালকে। উড়তেই থাকি মাতাল গন্ধে।
ঘড়ির কাঁটার মতো ঘুরতে ঘুরতে গালি দিয়ে উঠি- চুপ শালা
পুঙ্গির পুত, একদম চুপ, পুঁতে দেব যত শালা জোচ্চোর।
ভেতর। বারুদ যেমন জানেনা তার আপন শরীর, আমরাও
জ্বলে উঠি জলের স্বাদে। আমাদের ঘ্রাণে ঘুম ভাঙ্গে শহরে।
ঘুম জাগে পাখিদের পালকে। উড়তেই থাকি মাতাল গন্ধে।
ঘড়ির কাঁটার মতো ঘুরতে ঘুরতে গালি দিয়ে উঠি- চুপ শালা
পুঙ্গির পুত, একদম চুপ, পুঁতে দেব যত শালা জোচ্চোর।
বারুদ ফোটায় কেঁপে
উঠিনা, যতটুকু উঠি প্রণয় গন্ধে
বাণী পৌঁছে দিতে দৌড়াই পথে পথে মসজিদ মন্দিরে।
নিজেদের ঘরের দিকে থাকালে শুধু ধু ধু হাওয়া, কারো
কোন বাণী পৌঁছেনি বাহকের দোরে । তবু জেগে উঠার
ভান করে আবার ঘুমিয়ে পড়ি নিজেদের ভেতর। আবার
কোনদিন যদি পৌঁছে যায় অহিংসার বারুদ, ঠিক, ঠিক
জেগে উঠব বাণী হয়ে। পৌঁছে যাবে, আমি মানুষের কাছে।
বাণী পৌঁছে দিতে দৌড়াই পথে পথে মসজিদ মন্দিরে।
নিজেদের ঘরের দিকে থাকালে শুধু ধু ধু হাওয়া, কারো
কোন বাণী পৌঁছেনি বাহকের দোরে । তবু জেগে উঠার
ভান করে আবার ঘুমিয়ে পড়ি নিজেদের ভেতর। আবার
কোনদিন যদি পৌঁছে যায় অহিংসার বারুদ, ঠিক, ঠিক
জেগে উঠব বাণী হয়ে। পৌঁছে যাবে, আমি মানুষের কাছে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন