বুধবার, ১ জুলাই, ২০১৫

দেবী রায় মুখার্জী

খোঁজ
দেবী রায় মুখার্জী



ভালোবেসেছিলাম - এলোমেলো তোমাকে;
এতো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিলে আমি হারিয়ে গেলাম
হঠাৎ করে পরিবর্তিত তুমি আমার চোখে অপরিচিত
এমন তোমাকে তো চিনিনা - কখনও কোনও দিন
দৃষ্টির মাঝে ছিল, খুব ছিল গভীর ভালোবাসা কতো খুঁজি সেই তোমাকে,
জানি সে তুমি আর নেই
জীবন আর জীবিকার মাঝে শুধু জীবিকাই থেকে গেল
জীবনের আড়ালে আমি নীরবেই নীরব হয়ে গেলাম









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন