কবিতার জন্ম
স্বপন দেব
অবসন্ন বিষণ্ণ মনের
গহনে
শব্দ তো আসেনা আর
তৃণলিপ্ত শিশিরের বনে
ধুতে মুখ
সকাল বেলায়।
অথচ,
ফুটন্ত দুধের মত আবেগ উথলালে
নতুন শব্দেরা আসে
হরিণীর মত
ধূমগন্ধী সন্ধ্যার
এলোচুলে
কাঁকই ফেরাতে।
অন্ধকার আর একটু গুঢ়
হলে
করঞ্জের অন্ধ বন
জ্বলে আকাঙ্খায়
তখন ই এসে যায় পাগল
শব্দেরা
ঝড় হয়ে বোঁটা থেকে ফল
ছিঁড়ে নিতে,
আদরে সোহাগে রক্তাক্ত
করে দিতে
মাতাল হৃদয়।
তখন ই আধো ঘুমঘোরে
হেমন্তের
শিশিরের মত গুনগুন
ঝরে পড়ে
মুগ্ধবৎ ভৈঁরোর আলাপ
পাখ-পাখালির কলরবে জেগে উঠে দেখি
ভ্রু-সন্ধিতে সূর্য নিয়ে কবিতা এসেছে !!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন