বুধবার, ১ জুলাই, ২০১৫

অনিন্দ্য মুখোপাধ্যায়


জোয়ার
অনিন্দ্য মুখোপাধ্যায়



আবার তুমি উত্তেজিতা হলে,
ইশারায় তুমি ডাকছো আরো কাছে,
আবার তুমি বিভঙ্গে মাতোয়ারা
প্রেম চাইছো আবারও আমার কাছে।
আবার তুমি বিছানায় ছটফট,
আলগোছে তুমি আমার আঙুল ছুঁলে
 
আবার তোমার আমার দ্বৈরথ,
আবার আমার ভীষণ কাছে এলে।
আবার আমার অনুভূতিরা জাগুক
এটাই চাইছো, বুঝতে পারছি জানো,
আশ্লেষে তুমি জড়াতে চাইছো তাই,
আমার মুখ তোমার বুকে টানো!!
ঘামছি আমিও আবেগে উত্তেজনায়,
হাতের কাছেই নরম মধুর সুখ,
হাত বাড়িয়ে হয়ত কিছু পেলাম
হয়ত ছুঁলাম তোমার নরম বুক!
এবার হয়ত সফল হলে তুমি,
হাত বাড়ালে আমার আমির দিকে,
এসব তোমার সহজাত আমি জানি
এত দিনে বুঝি আমিও নিয়েছি শিখে।
বাড়িয়ে তোমার আমার কায়িক কাম,
মাড়িয়ে তোমার আমার নগ্ন দেহ
ঝরছে শুধু ঝরছে মাথার ঘাম,
প্রেমের মানে আমার কাছে স্নেহ।
এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন