বুধবার, ১ জুলাই, ২০১৫

স্বপ্নের ফেরিওয়ালা

ওড়না
স্বপ্নের ফেরিওয়ালা


একবার চোখ ঢাকা পড়েছিল
ওড়নায়,
ঘুরে ফিরে একটিবারের হাসি
যা ছিল প্রবাসী
মেখে যাওয়া রোদ্দুর, যেন
শীতের দুপুরের উষ্ণতা
প্রবাসী, তবু যেন, সৌরভে
চিরবাসী
উড়ে উড়ে, বারে বারে মুখ ঢাকে

সেই ওড়না, প্রবাসী








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন