বুধবার, ১ জুলাই, ২০১৫

দর্শনা বসু

তবুও অমৃত
দর্শনা বসু



পঞ্চদশী ওই চাঁদের মখমলি শয্যা
মার নয়।
মজ্জার পরাভূত পরিধিতে
এক অলীক মোহ বরণ,
তবু কেন মায়া হয়ে জড়িয়ে থাকে।

রাত্রি ও দিনের মেদুর সন্ধিক্ষণে
শেষ হলে শব্দের তর্পণ –
অপরূপ দুরে লোয়,
বিন্দু বিন্দু অমৃতেরা
উদ্যত বিষের ফলায়
এক একটি শ্বেতচাঁপার হাসি
হয়ে ফুটে ওঠে-
সুবাসিত করে মার চেতনার

প্রতিটি তোরণ।















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন