শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

তন্ময় বসু


সেলফি
তন্ময় বসু



চাঁদের সেলফি তুলতে মিনিমাম কত মেগাপিক্সেল?
আনুগত্যে পুষিয়ে যাবে, কিছুটা
রিচার্জ করতে অল্প কিছু প্রেম; বাকীটুকু দিয়ে বোরখা।
ফেল কড়ি, 

সবাই নিজের -
সেলফি জুড়ে জেগে থাকে রাত
রেজলিউশন বাড়তেই থাকে তোমার।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন