শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

সুদীপ গুপ্ত





সম্পর্ক
সুদীপ গুপ্ত



রাশি জানা নেই 
বতিচেল্লীর তুলিতে ভেনাসের জন্ম 
ক্যানভাস জুড়ে রঙ 
রীনা বৌদি এসে দাঁড়ান ব্যালকনিতে 
রাঙা ঠাকুরপো এখনো মুখচোরা 
অথচ মার্চেই ইয়ার এন্ডিং 
যদি কথা ওঠে 
একটা একটা করে ছিঁড়ে ফেলবেন ফুল 
সব ফুলে তো আর পূজো হয়না






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন