তোমার জন্য
গোপেশ দেতোমার জন্য ভালবাসার নিমফুল নিয়ে আসবো মেঠোপথ ধরে
গুচ্ছকবিতার চারাগাছে রোজ জল ঢালবো।
তোমার জন্য ক্রিসমাসে পুডিং বানাবো
সান্তাক্লস হয়ে চকলেট ক্যাডবেরি বিতরণ করে মাখাবো দু'গাল।
তোমার জন্য সুকুমার রায় আওড়াব নিজেকে পাগলা দাশু ভেবে।
কাকাবাবু,ফেলুদা,টেনিদা,এমনকি শার্লক হোমসের চরিত্র সাজবো।
তোমার জন্য বোমারু বিমান থেকে ঝাপ দেবো তোমায় নিয়ে
প্যারাসুটে ঘুটঘুটে আঁধারে বেড়াব প্রশান্ত আটলান্টিক বীচে।
তোমার জন্য পৃথিবীর জড়াগ্রস্থ ডালপালায় পাতার সঞ্চার করবো
ব্যারিকেড কাঁটাতার পেড়িয়ে দুঃখিনীর হাতে দেবো ফলমূল।
তোমার জন্য ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথিকে নিয়ে আরেকটি ড্যাফোডিল লিখবো।
সরল কথার পদ্য লিখে পাথরের বুকে সবুজের আলপনা আঁকবো
শুধু তোমার জন্য....
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন