বুধবার, ২ মার্চ, ২০১৬

জাফর পাঠান



ঋতুরানী
জাফর পাঠান


বসন্তরানীকে কেন বলো তোমরা- বসন্তরাজ
রাজা কি তবে ফুলে সেজে দেখায় পুরুষের ঝাঁজ,
নারীর সৌন্দর্যে ফুলের সম্পর্ক বলে পুস্পরানী
ফুলো রূপে রূপায়িত বসন্তকে নারী রূপে মানি।

ফুলে নারী আর নারীকে ফুল করে উপমা টানি
ফুলে ফুলে বাসর ঘরের- নববধূকেই জানি,
রসে ভরা ফলে যদি হয়- ঋতুরাজ গ্রীষ্মরাজ
বসন্তকে ঋতুরানী বলতে- কেহ নয় নারাজ ।

নারী খোঁপায় গাঁথলে ফুল নারী হয় অপরূপ
ষঢ়ঋতু মোহিনী সাজে বসন্তে পায় নবরূপ,
বসন্ত তুমিতো চাঁদিনী প্রকৃতির অভিসারিনী
তুমি বসন্তরানী নারীরূপে তুমি মনোহারিণী।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন