নাম
পল্লববরন পাল
আমার শোকের নাম আলো
সে আলোর শৌর্য পোড়ালো
তামাম সুখের বীজ। তবে
এবার ফিরবো বাস্তবে
আমার ফেরার নাম শীত
শিরায় বাজায় সঙ্গীত
যেই সুরে আদিম অমোঘ
ওং শান্তি – প্রিয় মৃত্যুযোগ
আমার মৃত্যুর নাম বায়ু
চিতাচুল্লি তোমার জরায়ু।
স্খলিত বীর্যঠিকানায়
শোক জাগে একা বিছানায়।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন