পাখির মন্ত্র
ইন্দ্রাণী সরকার
ছোট্ট পাখিটা মাথা দুলিয়ে রোজ গান গেয়ে যায়
ধূসর চোখের তারা, বাদামী ঠোঁট, ডানার সোনা
ডানা ঝাড়লে রাশি রাশি পালকের মেঘলা ওড়ে
পায়ে তখনো লেগে পথের বিন্দু বিন্দু ধুলিকণা |
ওর গানের সুর যখন আকাশে মুখরিত হতে হতে
সোনালী ডানার একরাশ স্বপ্নে মেহেন্দি মাখায়,
ঠিক সেই মূহুর্তে তার মত সুখী কেউ থাকে না
তার ছোট্ট মনের স্বর্গীয় মন্ত্র আমায় কাঁদিয়ে যায় |
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন