শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

শর্মিষ্ঠা মুখোপাধ্যায়






"Tonight I can write the saddest lines"
শর্মিষ্ঠা মুখোপাধ্যায়



নেরুদা কবিতা বেয়ে
টুপটুপ ঝরে বিষাদবিন্দুরা।


একটি বিগত জীবন

একটি আগামী জীবন

তোমার কাছে পৌঁছোবার অপেক্ষায়
একটি নীল যতিচিহ্নের অপেক্ষায়

ঠিক কোনখানটিতে নির্ণীত 
সূর্যাস্ত আর সূর্যোদয় আকাশের 
বিভাজিকা রেখা?
কোন মুহূর্তটিতে 
বিষণ্ণতার মাকড়সা-জাল ছিঁড়ে ফেলে
সামুদ্রিক হাসি?
কোন সেই দিগন্তরেখায় 
তোমার আর আমার ওষ্ঠ অবশেষে মেশে 
ব্যপ্ত চুম্বনে?

কোন পবিত্রক্ষণে
চলে আসা, আর ফিরে যাওয়ার রঙ মিলে
অনন্ত গোধূলি?

তুষার চাদরে হিমায়িত
আমি প্রতীক্ষা করি
খোলা জানালার উষ্ণতার

ফেরারি
সেই মাহেন্দ্রলগ্নটির









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন