দেবাঞ্জনের ইচ্ছা
অরুনিমা মন্ডল দাস
কালো পাথরের খোসা ছাড়িয়ে হঠাৎ করে খনিজ তেলের আশায় ডুব দিলে!
তুমি ভেবেছিলে,
পেট্রোলের কালো রূপের তেজে নিজেকে নিয়ে লং ড্রাইভের তেজে হারিয়ে যাবে!
কোনো বলিউডি ম্যাগাজিনের ফার্স্ট পেজের দামী মডেলের কামুক চাউনি আবার মনে করিয়ে দেবে তোমার সেই প্রথম প্রেমের বিদগ্ধ যন্ত্রনার কাহিনী!
ম্যাটিনি শো এর প্রথম প্রেমিকার স্পর্শে রজনীগন্ধার পাপড়ির আদুরে ইঙ্গিতে নিজেকে প্রথম তরুন হিসেবে আবিস্কার করার কথা!
সে সৌন্দোর্যের অহ্ং তে মদগামিনী হস্তিনীর মতো তোমাকে গ্রাস করছিলো!
তুমি যৌবন সুরাপানে আক্রান্ত হয়ে অত্যাচারের সব লুডোর গুটি গুলো হজম করছিলে!
র' বেসামাল মাতালের মত মাতলামি করছিলে মদের ঠেকে!
একটু সুরা পানের জন্য!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন