শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

অভিজিত রায়

রবীন্দ্র-নজরুল
অভিজিত রায়




আমি রামও মানিনা,বামও মানিনা - মানিনাকো টুপি দাড়ি
যারা অলীক গপ্পে প্রতিদিন বাঁচো - তোমাদের সাথে আড়ি

আমি মানিনাকো কোন আষাঢ়ে স্টোরির, ক্লিশে হয়ে যাওয়া মিথ
যেখানে শান্তি নিশান ধুলোয় লুটায়,চাহনি ঘোলাটে পীত

বাবরি থেকে দাদরি (মাঝে গুজরাট) - 
কালা হ্যায় সব ডাল
দাঙ্গা লাগায় অমৃতসর আর হজরতবাল 

যতই ঢাকোনা কদর্য রূপ,শান্তি-শান্তি খেলাতে
তোমাদের রূপ চিনে গেছি মোরা,পারবেনা আজ পালাতে

শোনো ধর্মের বখাটে পুত্র,ধার্মিক ভেকধারী -
তোমাদের পাপ,জীবনে মরণে আমি কি ভুলিতে পারি ?

যতই খেলোনা রক্তের হোলি,যতই করোনা ভুল
মম তরুশাখে ফুল হয়ে ফোটো, রবীন্দ্র-নজরুল







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন