বেলাশেষে
হিমাদ্রি মুখোপাধ্যায়
সুন্দরী উৎপলবর্ণা
বিগলিত নির্ঝরপ্রান্তে,
কিছু কথা রয়ে গেলো ঊহ্য,
যদি তুমি কখনো তা জানতে
গলে তুমি নদী হ'তে পারতে,
সোনা রং আকাশেতে লাগতো,
হয়তো বা কিছু পাপ চন্দ্রে,
আলো হ'য়ে সারারাত জাগতো।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন