সম্পাদক হাসালে
সোমাদ্রি সাহা
কবিতাগুলো লুকিয়ে রেখেছিলাম।
তুমি সম্পাদক এগুলোই পেলে...
মরার পর আমার সেন্ট না..
ড্রাফ্ট দেখতে বলেছিলাম...
সম্পাদক তুমি এগুলো আমার থাকতে দাও
কারণ এ ভালোবাসা শুধু আমারই...
মীরা এসব ডিলিট করে দিলেও
আমার সেন্ট বক্সে রয়ে যাবে এই প্রেম।
...
সম্পাদক ডিলিট করে দিচ্ছ কবিতাদের --
কেন মীরা তোমার স্ত্রী বলে!!
স্ত্রী-কে নিঃস্বার্থ ভালোবাসতে পারনি,
যৌনযন্ত্র ভেবেছো আর...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন