মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

রতন সেনগুপ্ত






প্রশ্নহীন
রতন সেনগুপ্ত




আমাকে বলাও পাপী
কি পাপ আমার?
ফিরে ফিরে এক কথা শতাব্দী অতীত
কর্মহীন নিবেদন জানুপাত
আমার ইচ্ছে নয় এতটুকু কোথাও, সবই তোমার - এই তো জন্মাবধি
তবুও পাপী ? পাপের ভাগীদার ?


এ এক মস্তিষ্ক স্রোত শিশুকাল থেকে
ডুব দিয়ে খায় ভিতর সংসার - তোমারই জয়
কোটি কোটি মুদ্রা মাথার ওপর নাচে
ভিক্ষাপাত্র হাতে তুলে বলি করুণা তোমার
এই শেষ সমাচার
প্রশ্ন করা যাবে না প্রশ্ন অবিশ্বাসী দুরাচার

তুমি এতই শক্তিমান
ঝটকা দাও দেখাও কেরামত
আনো সত্য সুন্দর - বলা যাবে না
এই অলীক অদৃশ্য প্রশ্নহীন মায়াজাল
চায় অজস্র গোলাম মাথা নত করে দাঁড়াক সম্মুখে

মানুষ হবার কিছু নেই - হটাও হটাও
সবই ভাগ্য নির্ধারিত কর্মফল
ছড়ি শুধু জানে কে নাচায় বিশ্ব সংসার
প্রশ্ন করো না
প্রশ্ন পুরনো ব্যাভিচার

মঙ্গল দীপ জ্বালো, জ্বালাও - বোলো না কার
প্রশ্ন হয়ে যাবে









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন