লৌকিকতা ও সম্পর্ক
শুক্লা মালাকার
সচ্ছলতা নেই
লৌকিকতা আছে,
বাজারের থলে হাতে বেরোতেই হয়
বিশেষ করে উৎসবের দিনগুলোতে,
স্বজন বন্ধুদের মিলন মেলায়
কৌতূহলের কু-দৃষ্টি এড়াতে
আলমারীর কোন, শাড়ির ভাঁজ, তোষকের তলা হাতড়ানো।
কৌটোকাটি ঘেঁটে যতটুকু পাওয়া যায়
সহজতা জড়ো করা।
সচ্ছলতা নেই
গোপন সঞ্চয়ও শেষ,
মিথ্যেময় পূর্ণতা দিয়ে আপ্যায়ণ,
ধৈর্যহীন নগ্ন হিসেব নিকেশ।
বিতৃষ্ণার ঋণভার লিখে রাখে
সম্পর্কের অভিশাপ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন