মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

জাফর পাঠান



শুনতে কি পাস্
জাফর পাঠান



চঞ্চল, উচ্ছল, উদ্দাম শিশুদেরকে
প্রাণহীন- নিথর করে দিচ্ছিস তোরা,
একেকটি সাজানো গুছানো সংসারকে
ক্ষণিকে ভাঙ্গিস একটানে আগাগোড়া।

স্বপ্নে বুনা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে
মানুষেরা যখন- শান্তির নীড় গড়ে,
ঠিক তখনি মারিস- বিষাক্ত ছোবল
মানবতার যকৃত খাস- ধরে ধরে ।

তোরাতো মানুষ খাচ্ছিস
জেনে শুনেই তা খাচ্ছিস।

মানুষ হিসাবে- এখন আর দেখিনা
তোদের ধর্মের লেবাস গায়ে মাখিনা,
তোদের রাজতন্ত্র, গণতন্ত্রের যন্ত্র
শুধু পুঁজিতন্ত্র, সাম্রাজ্যবাদের মন্ত্র।

সাগরের প্রতি প্রান্তরে- ভাসছে লাশ
তৃপ্তে সাম্রাজ্যবাদ করে, নগ্ন উল্লাস,
আছি অপেক্ষায়, দেখতে তোদের নাশ
রে কুলাঙ্গারেরা, তোরা কি শুনতে পাস্ ।






এবং একুশ

1 টি মন্তব্য:

  1. এবং একুশ পরিবারের সকলের প্রতি আমার ভালোবাসা রইল । ভালো থাকুন সবাই নিরন্তর ।

    উত্তরমুছুন